17 March Bangabandhu Birthday, বঙ্গবন্ধুর 103তম জন্মবার্ষিকী & বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা

17 March Bangabandhu Birthday

Sheikh Mujib or Sheikh Saheb is our ever-known name Bangabandhu Sheikh Mujibur Rahman. His nickname was Khoka. From his childhood, he was patriotic, generous, and sympathetic towards the poor. He was born on 18 March 1920 in the village of Tungipara in the present-day Gopalganj district. He was the first President of Bangladesh and the most influential political figure in South Asia. At his call, the brave sons of Bengal saved Bangladesh from the hands of Pakistanis with fresh blood. Finally, we get the red-green flag. He is our pride and arrogance.

Seeing him, this is our path. If you are searching the internet for downloading pictures and pictures of Father of the Nation Sheikh Mujibur Rahman on your mobile phone then you will see in our post some Sheikh Mujibur Rahman biography, pictures, and photos download collection hopefully our collection will be useful to you. If you want, you can share the pictures of Sheikh Mujibur Rahman on Facebook and give everyone a chance to see them.

Birth Identity of Sheikh Mujibur Rahman:

He was born in 1920 in the village of Tungipara in the Gopalganj subdivision of Faridpur district in British India to a noble family. His father, Sheikh Lutfur Rahman, was an accountant of the Sessions Court by profession, and his mother, Saira Khatun, was a domestic worker. He was the third of his father’s four daughters and two sons. From a young age, he was soft-hearted towards the poor.

During the famine, he used to distribute rice from his house. He used to help poor students. His educational career started in 1926. As a child, he suffered from beriberi and severe eye problems, which forced him to smuggle weapons, so he could not go to school for four years. After that, he started getting an education again. At one point he studied law and finished.

Centenary of the Birth of Bangabandhu

The Prime Minister of Bangladesh Sheikh Hasina took initiative on the occasion of the 100th birth anniversary of Sheikh Mujib on behalf of Bangladesh in the year 2020-2021 at the central meeting of the Awami League on 30th December 2016. But due to Corona, most of the work was not done well at the right time, so the time has been extended till December 16, 2021. Mujib is celebrating his centenary in 195 UNESCO countries. Every person of Bangladesh will always remember the words of Father of the Nation Bangabandhu Sheikh Mujib with respect. We can’t forget.

শেখ মুজিবুর রহমানের ছবি

আপনি এখানে দেখতে পাবেন শেখ মুজিবুর রহমানের সকল সংগ্রিহিত ছবি ও পিকচার কালেকশন গুলো।  অনেক নিজের মোবাইল ফোন দিয়ে শেখ মুজিবের ছবি ডাউনলোড করার চেষ্ঠ করে থাকেন কিন্তু সহজে ডাউনলোড করতে পারেন না । সেই সকল ভাই  ও বোনদের জন্য আমরা এখানে নিয়ে আসলাম.

Bangabandhu Photo Gallery:

বঙ্গবন্ধুর Family

বঙ্গবন্ধুর

Bongobondhu Picture hd

Bongobondhu Picture

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা:

হে বঙ্গবন্ধু! শুভ হোক, আজ তোমার শুভ জন্মদিন,
তোমার চেতনায় গর্জে উঠুক দেশ ও জাতি এই দিন,
তোমাকে জানাই; অন্তস্থল থেকে ভালোবাসার সালাম,
তোমার কাছে হয়ে আছি; জানা-অজানা কত শত ঋণ।

যত দিন বাংলাদেশ আছে; আছে মানুষ এই বাংলায়,
ততদিন রাখবো মনে তোমায়, লাল-সবুজের পতাকায়,
ধরে রাখব জীবন দিয়ে তোমার গড়া সোনার বাংলাকে
শুনাব; তোমার ত্যাগের ইতিকথা বিশ্ববাসীকে প্রতিদিন।

যেদিন আমি প্রথম গিয়েছিলাম; কলেজ জীবনে
আরো তিন বন্ধুর সাথে ঢাকাস্থ বনানী গোরস্থানে,
তোমার পরিবারের সদস্যদের কবরের সারি দেখে
হতবাক হয়েছিলাম বলে মনটা হয়েছিল সেদিন মলিন।

এ কেমন করে সম্ভব হল? এ কেমন অকৃতজ্ঞতা ?
সইতে পারি না ভাবলে-সিরাজুদ্দৌলার মত ভাগ্য কথা,
যাঁর ঐতিহাসিক বাগ্মিতায় কবিতার মত ফুঁটে উঠে ছিল
আমাদের প্রাণের দাবি; রেসকোর্স ময়দানে- একদিন।

আমাদের জন্যে তুমি; শত্রুদের কারাকে করেছ বরণ
আমাদের জন্যে তুমি শেষাবধি দিয়েছ সপরিবারে জীবন,
প্রমান করেছো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তুমি-
শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্যিই তুলনাহীন।

তোমার কবিতায় মুগ্ধ হয়েছিলাম; বাংলার স্বাধীনকামী জনতা
ঝাপিয়ে পড়েছিলাম; স্বাধীনতার জন্যে গড়েছিলাম- একতা,
যার কাছে যা ছিলো; তাই নিয়ে এগিয়েছিলাম- রণাঙ্গনে,
যুদ্ধের ন’মাস তোমার রূপরেখায় চলেছিলাম নিত্যদিন।

জানিনা! কি হতভাগা আমরা? কি হতভাগা দেশ ও জাতি?
বড় আফসোস হয়; দেশের জনকের সাথে করেছে- মীর জাফরী!
পলাশীতে হারিয়েছিলাম একদিন; সমূলে আমাদের স্বাধীনতা
তোমার যোগ্য নেতৃত্ব ছাড়া হতাম বিলীন- দেশ হত না স্বাধীন।।

17 March Bangabandhu Birthday

বঙ্গবন্ধুকে নিয়ে কবিদের কবিতা:

জাতির পিতা অবিসংবাদিত নেতার শুভ জন্মদিন,
বাংলার মানুষের হৃদয় থেকে মুছবেনা কোনদিন।
জাতী আজ স্মরণ করিছে তোমায় বিনম্র শ্রদ্ধায়,
তুমি থাকবে চিরঅমর হয়ে অনিঃশেষ ভালবাসায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন,
শিমুল পলাশ হাজারো ফুলে বসন্ত এত রঙিন।
পত্র-পল্লব পুষ্প বৃক্ষরাজি শুভক্ষণের তীব্র প্রতিক্ষায়,
ফুলের গন্ধে সুরের ছন্দে রঙে বর্ণে প্রকৃতি সাজায়।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি হে ক্ষণজন্মা নেতা,
তোমার জন্যই পেয়েছি মোরা প্রাণের স্বাধীনতা।
তুমি না হলে বাংলাদেশ হতোনা হে চিরঞ্জীব নেতা,
তাই বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সুতোই গাঁথা।

পাকিস্থানের শাষক গোষ্টির ২৪বছরের দুঃশাসন,
দিয়েছিলে অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের ভাষন।
পরাধীনতার শিকল ভেঙে লিখে গেছো ইতিহাস,
আর যেন তাকে বিকৃত করার পায়না দুঃসাহস।

সাহসে, স্নেহে, ভালোবাসায়, মমতায়, দুর্বলতায়,
আপামোর বাঙালির স্বপ্নদ্রষ্টা, প্রতিবাদী সত্ত্বায়।
তুমি থাকবে বাঙালির হৃদয়ে, অস্তিত্বে বহমান,
শ্রদ্ধাভরে স্মরিব তোমায় শেখ মুজিবুর রহমান।

17 March Bangabandhu Birthday

বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা:

বাবা
শেখ রেহানা

জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে
শুভেচ্ছা জানানো ছিল
আমার সবচেয়ে আনন্দ।
আর কখনো পাবো না এই সুখ
আর কখনো বলতে পারবো না
শুভ জন্মদিন।
কেন এমন হলো?
কে দেবে আমার প্রশ্নের উত্তর
কোথায় পাবো তোমায়…

যদি সন্ধ্যাতারাদের মাঝে থাকো
আকাশের দিকে তাকিয়ে বলবো
শুভ জন্মদিন।
তুমি কি মিটি মিটি জ্বলবে?

যদি বিশাল সমুদ্রের সামনে
ঢেউদের খেলার মাঝে থাকো বলবো
শুভ জন্মদিন।

সমুদ্রের গর্জনে শুনবো কি
তোমার বজ্রকণ্ঠ?
পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ
নীল আকাশে লুকোচুরি খেলে
তুমি কি ওখানে?
তাকিয়ে বলবো
শুভ জন্মদিন।

এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে
ওখানে কি তুমি?
আকাশে বাতাসে পাহাড়ে উপত্যকায়
তোমাকে খুঁজবো, ডাকবো
যে প্রতিধ্বনি হবে
ওখানে কি তুমি?
শুভ জন্মদিন।
17 March Bangabandhu Birthday।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WC Captcha 29 − 25 =

Back to top button
24e66b9c2a100907